কেশবপুরে কৃষক-কৃষাণীদের কৃষি উপকরণ সহায়তা ভাতা প্রদান

প্রকাশঃ ২০১৭-১১-৩০ - ২১:৪০

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আইএফএমপি-এজিইপি শীর্ষক প্রকল্পের আওতায় কায়েমখোলা আই এফ এম কৃষক মাঠ স্কুলের কৃষক-কৃষাণীদের পরিবার প্রতি উপকরণ সহায়তা ভাতা প্রদান ও মাঠ দিবস বৃহস্পতিবার  বিকালে কায়েমখোলা কালীমন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক আনন্দ মল্লিকের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও প্রেট্রোবাংলার সেলস ম্যানেজার আব্দুল হান্নান। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসা আব্দুল মান্নান, উপ-সহকারী কৃষি অফিসার নিতাই চন্দ্র তরফদার, কায়েমখোলা আই এফ এম কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষক খলিলুর রহমান, কৃষাণী পুর্নিমা মল্লিক প্রমুখ।