এস আর সাঈদ, কেশবপুর (যশোর): প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে শ্রমিক সংকটে কেশবপুর উপজেলা কৃষকলীগ কৃষদের ধান কেটে সহযোগিত করেছেন। সোমবার আলতাপোল গ্রামের কৃষক জালাল উদ্দীনের আলতাপোল মৌজায় ধান কাটার উদ্বোধন করেন যশোর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ। ধান কেটে সহযোগিতা করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসান, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাবু প্রমুখ।