কেশবপুর (যশোর) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ৩১ ডিসেম্বর যশোরে জনসভা সফল করতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের পক্ষ থেকে এক প্রস্তুতি সভা গতকাল তাঁর বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদ সদস্য আলহাজ্ব হাসান সাদেক, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ জানান, আগামী ৩১ ডিসেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা সফল করতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ২০ হাজার নেতা-কর্মী ও সমর্থকদের যশোরে যাওয়ার জন্য পর্যাপ্ত যানবাহন রাখা হয়েছে।