কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীর বাড়িতে হামলা

প্রকাশঃ ২০১৮-০২-১১ - ১৯:৩৯

এস আর সাঈদ, কেশবপুর(যশোর) : কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়াগেছে।

কেশবপুর থানায় লিখিত অভিযোগে জানাগেছে, মালয়েশিয়া প্রবাসী উপজেলার হিজলতলা গ্রামে আজিম উদ্দীন সরদারের সাথে একই গ্রামের আঃ হাকিম সরদার ও আঃ রহিম সরদার গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তারই জের ধরে গত শুক্রবার রাত ১ টা ৩০ মিনিটে আঃ হাকিম, আঃ রহিম, সাহাবুদ্দিন, হাবিবুর রহমান সহ অজ্ঞত ব্যক্তিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মালয়েশিয়া প্রবাসী আজিম উদ্দীন সরদারের বাড়িতে হামলা করে। বাঁধা দেওয়ায় তারা আজিম উদ্দীনের স্ত্রী ফিরোজা বেগম (৩০) কে মারপিট করে আহত করে।

আহত ফিরোজা বেগম জানান, হামলাকারী মালয়েশিয়া থেকে তার স্বামীর পাঠানো ১লাখ ৯০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও ১টি স্যামসং জি-সেভেন  মোবাইল সেট লুট করে এবং তাকে খুন-ঝখমের হুমকী দিয়ে চলে যায়। এঘটনায় ফিরোজা বেগম বাদী হয়ে শনিবার সন্ধ্যায় কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে থানার ওসি শাহাজাহান আহম্মেদ জানান,  অভিযোগটি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।