এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর থানা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সহ-সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর আবু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর কুতুবউদ্দীন বিশ্বাস, বিএনপিনেতা মোস্তফা, দবীর উদ্দীন, মোকারম হোসেন, যুবনেতা আব্দুল হালিম অটল, শামসুর আলম বুলবুল, আবু নইম, নজরুল ইসলাম, বাবলু, ডালিম, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মিন্টু, ছাত্রনেতা ফরিদ উদ্দীন, মেহেদী হাসান সুমন প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন অধ্যক্ষ মাওঃ আব্দুল মতিন।