কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে ঢাকা আহসানিয়া মিশনের অর্থায়নে ও ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের বাস্তবায়নে ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্পের আওতায় ৭ জন শিক্ষুককে পূর্নবাসন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাখা ব্যাবস্থাপক মফিজুল ইসলামের সভাপতিত্বে শাখা কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে ভিক্ষুক পূর্ণবাসন প্রকল্পের আওতায় ভিক্ষুক প্রতি ২০ হাজার টাকা করে অনুদান বিতরণ করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকল্পের সিনিয়র প্রিন্সিপাল অফিসার (কৃষি) নিয়ামূল কবীর। বক্তব্য রাখেন শাখা হিসাব রক্ষক আশরাফুল ইসলাম, সিনিয়র ফিল্ড অফিসার জুবায়েরুল ইসলাম, ফিল্ড অফিসার আবুল কালাম, এম এম শহিদুল্লাহ প্রমুখ। এসময় শ্রীফলা গ্রামের শিক্ষুক মর্জিনা বেগম, আলতাপোল গ্রামের নুরজাহান বেগম, লতিফা বেগম, ভেগতি নরেন্দ্রপুরের হালিমা বেগম ও শরিফুন্নেছা বেগমকে এবং ইতিপূর্বে গড়ভাঙ্গা গ্রামের নুরজাহান বেগম ও ব্যাসডাঙ্গা গ্রামের আমেনা বেগমকে পূর্ণবাসন করা হয়।