কেশবপুরে দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

প্রকাশঃ ২০১৮-০১-০১ - ১১:৪৪

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে এস.এম.সি. কল্যাণ ফান্ডের উদ্যোগে প্রতাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আমেরিকা প্রবাসী দেবব্রত দাস প্রতীকের অর্থায়নে অনাথ বন্ধু দাস শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় সভাকক্ষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উক্ত শিক্ষা বৃত্তি বিতরণ করেন ফান্ডের পরিচালক, প্রতাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও খুলনা বিভাগের এসএমসি কমিটির শ্রেষ্ঠ সভাপতি হারুনার রশিদ বুলবুল। প্রধান শিক্ষক মকবুল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নবকৃষ্ণ দাস, অভিভাবক মঞ্জুরুল ইসলাম মুকুল প্রমুখ। উল্লেখ্য প্রতাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হারুনার রশিদ বুলবুল এস.এম.সি. কল্যাণ ফান্ড গঠনের পর থেকে কয়েকজন প্রবাসী ও দেশ থেকে কয়েকজন শিক্ষা অনুরাগী উক্ত ফান্ডে আর্থিক সহযোগিতা প্রদান করেন। ফান্ডের পরিচালক হারুনার রশিদ বুলবুল উক্ত ফান্ডের অর্থ দিয়ে বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ, পোষাক বিতরণ, জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের মাঝে ফ্রী চিকিৎসা ও ফ্রী ঔষুধ পত্র প্রদান করে আসছেন।