কেশবপুরে দিন দুপুরে মোটর সাইকেল চুরি

প্রকাশঃ ২০২০-০৬-১৩ - ১৮:৫৮

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে দিন দুপুরে একটি মোটর সাইকেল চুরি হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল মালিক আলতাপোল গ্রামের শেখ এনামুল হকের ছেলে শেখ শামিমুল হক কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, গত ১২ জুন শুক্রবার সকাল ৮ টার দিকে শামিমুল হক তার ডিসকভার ১২৫ সিসি যার নম্বর যশোর-হ-১৬-৮৭৩০, মোটরসাইকেলটি কেশবপুর কাঁচাবাজার তরকারি চান্নীর সামনে গলির মধ্যে তালা দিয়ে রেখে মধু সরকারে মাছের আড়তে মহুরীর কাজ করতে যান। কাজ শেষে বেলা ১১টার দিকে তিনি সেখানে যেয়ে মোটরসাইকেলটি আর পাননি। অজ্ঞাতনামা মোটরসাইখেল চোরদের নামে থানায় অভিযোগ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মোটর সাইকেলটির হদিস মেলেনি।