এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি প্রতিরোধ সম্পাহ-২০১৮ উপলক্ষে এক মতবিনিময় সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোতাহার হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন থানার তদন্ত ওসি শাহাজাহান আহম্মেদ, পল্লী বিদ্যুতের ডিজিএম সিদ্দিকুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক বজলুর রহমান খান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, সাংবাদিক কামরুজ্জামান হোসেন, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুপ্রভাত কুমার বসু, সদস্য রেজাউল করিম প্রমুখ।