কেশবপুরে নিধি স্পোটিং ক্লাবের ২ শত পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশঃ ২০২০-০৫-৩০ - ১৫:৩৭

এস আর সাঈদ, কেশবপুর, যশোর: যশোরের কেশবপুরে নিধি স্পোটিং ক্লাবের উদ্যোগে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ দরিদ্র, অসহায় ও সংবাদপত্র হকার্স-সহ ২ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে নিধি স্পোটিং ক্লাব চত্ত্বরে দরিদ্র, অসহায় ও সংবাদপত্র হকার্স-সহ ২ শত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জয় সাহা। এসময় ক্রীড়া অনুরাগী আবু সাঈদ, আনিসুর রহমান, জামসেদ আলী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জয় সাহা প্রতিবছার দরিদ্র ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।