কেশবপুর (যশোর) প্রতিনিধি : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখা সংসদের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় কেশবপুর রক্ত কবরী উন্মুক্ত মঞ্চে পিঠা প্রদর্শণীর সাথে সাথে গান, নৃত্য, নাটক, কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেশবপুর শাখা সংসদের সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিমেষ সাহা বাপীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুরের সাবেক সংসদ সদস্য আব্দুল হালিম, যশোর জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যশোর জেলা উদীচী শিল্পীগোষ্ঠী সাবেক সভাপতি সোমেস মুখার্জী, সহ-সভাপতি রজিবুল ইসলাম, সম্পাদক মন্ডলীর সদস্য চন্দন সিদ্দিকী, কেশবপুর শাখার উপদেষ্টা অধ্যাপক অসীত মোদক, এ্যাড. আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।