কেশবপুরে পৌর আওয়ামী লীগের কর্মসূচী

প্রকাশঃ ২০২০-০৮-১৪ - ২১:০৬

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা শুক্রবার সকালে পৌর সভায় অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় শোক দিবসের কর্মসূচী ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছে ১৫ আগস্ট পৌরসভার সকল মসজিদে বাদ আসর দোয়া মাহফিল, মন্দির, গীর্জা ও প্যাগোটায় প্রার্থনা, ৩১ আগস্ট পর্যন্ত পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন। প্রস্তুতিসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ১ নং ওয়ার্ডের সভাপতি পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, ২ নং ওয়ার্ডের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ৩ নং ওয়ার্ডের সভাপতি মশিয়ার রহমান, ৪ নং ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ডের সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ৬ নং ওয়ার্ডের সভাপতি মনোয়ার হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক বজলুর রহমান, ৭ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল আজিজ, ৮ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ৯ নং ওয়ার্ডের সভাপতি রমজান আলী মোড়ল, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান গাজী, পৌর যুবলীগের সভাপতি কার্ত্তিক সাহা প্রমুখ।