কেশবপুর (যশোর) প্রতিনিধি : বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কেশবপুর উপজেলা শাখা কমিটি গঠিত হয়েছে। কেশবপুরের সাহাপাড়ায় ফেইথ বাইবেল চার্চে শনিবার উক্ত কমিটি গঠন উপলক্ষে এক সভা ও প্রাক বড়দিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়। ফেইথ বাইবেল চার্চের পালক জেমস অমল বৈদ্যের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং কেক কাটেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রীষ্টান মঞ্চের চেয়ারম্যান অসিম সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রনজিৎ বিশ্বাস, রইস বিশ্বাস, তপন বিশ্বাস, মহাদেব বিশ্বাস প্রমুখ। সভায় মি. স্টিফেন বিশ্বাসকে সভাপতি, যোয়াকিন বিশ্বাসকে সহ-সভাপতি, তপন বালাকে সাধারণ সম্পাদক, গৌতম বিশ্বাসকে সহ-সম্পাদক, রনি বৈদ্যকে কোষাধ্যক্ষ, তপন বিশ্বাসকে প্রচার সম্পাদক, মৃদুল সরকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে ১৭ সদস্য বিশিষ্ট কেশবপুর উপজেলা খ্রীষ্টান এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়।