এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরের বসুন্তিয়া গ্রামে ওড়নায় ফাঁস দিয়ে মাহফুজা খাতুন (১৬) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।
জানাগেছে, উপজেলার বসুন্তিয়া গ্রামের আফছার আলী সরদারের মেয়ে মাহফুজা খাতুন শনিবার সকালে মা-বাবার সাথে টুকিটাকি কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে আড়ার সাথে ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মাহফুজা খাতুন মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২০ সালের এস এস সি পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা দিয়েছে। মাহফুজা খাতুনের মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।