এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর পৌর সভার ২ নং ভোগতী নরেন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌরসভার ২ নং ভোগতী নরেন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় কালারবায়সা মোড়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান গাজী, যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল ও প্রবীণ আওয়ামী লীগনেতা আলহাজ্ব আব্দুল করিম গাজী। আওয়ামী লীগনেতা মিজানুর রহমান বাবুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগনেতা শাহীন, পৌর ছাত্রলীগনেতা সাইফুল ইসলাম প্রমুখ।