এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা প্রাশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আকবর হোসেন, সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশিকুর রহমান, একাডেমীক সুপুর ভাইজার তোরাবুল ইসলাম, অধ্যক্ষ আসাদুজ্জামান, প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ। সভায় আগামী ১১ মার্চ থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।