কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে মুক্তিযুদ্ধের সংগঠক সুবোধ মিত্র অর্টিজম ও প্রতিবন্ধি বিদ্যালয়ের কার্যক্রম বিষয়ে এক অবহিতকরণ সভা সোমবার দুপুরে বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সুবোধ মিত্র ফাউন্ডেশনের সভাপতি বজলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক অসিত মোদক, বিদ্যালয়ের পৃষ্ঠপোষক সুবোধ মিত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাংবাদিক মোতাহার হোসাইন, অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণাশীষ দত্ত, কেন্দ্রীয় দলিত পরিষদ নেতা উজ্জ্বল দাস প্রমুখ। বিদ্যালয়ের কার্যক্রম বিষয়ে অবহিত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক দিপা ঘোষ, দুলাল দাস ও হোসনে আরা।