কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ভারচুয়াল আলোচনা সভা, সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সকালে পরিবার পরিকল্পনা অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মহামারী কোভিট-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি প্রতিপাদ্য বিষয়ে ভারচুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ কুমার বিশ্বাস ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগে সাফল্য অর্জনকারীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।