এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ-২০১৮ উপলক্ষে ২০ মার্চ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মুখে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের মধ্যে আব্দুল খালেক, শহিদুল ইসলাম, কার্ত্তিক চন্দ্র রায়, তরিকুল ইসলাম, আমজাদ হোসেন প্রমুখ।