কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০১৯-২০ অর্থ বছরে ধর্ম মন্ত্রনালয়ের অনুদান প্রাপ্ত মসজিদ, ঈদগাহ, মন্দির ও শ্মশানে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মুখে সামাজিক দূরত্ব বজায় রেধে মসজিদ, ঈদগাহ, মন্দির ও শ্মশান-সহ ৪৫ টি প্রতিষ্ঠানে ১৩ লাখ ৪৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। বিতরণকালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এস আর সাঈদ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় উপস্থিত ছিলেন।