এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরের মানুষিক রুগী আনন্দ অধিকারী ২ সপ্তাহ যাবৎ নিখোজ রয়েছে।কেশবপুর থানায় জিডি সূত্রে জানাগেছে, কেশবপুর শাহাপাড়ার মৃত হাজারী লাল অধিকারীর পূত্র আনন্দ অধিকারী (৬০) গত ১৭ নভেম্বর দুপুরে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার উচ্চতা ৫ফুট ৬ ইঞ্চি, গয়ের রং ফর্সা, মুখমোন্ডল গোলাকার, স্বাস্থ্য ভালো, পরনে ছিল শার্ট ও লুঙ্গি। নিকট আতœীয়-স্বজনের বাড়ি-সহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। এব্যাপারে আনন্দ অধিকারীর স্ত্রী কল্যাণী অধিকারী কেশবপুর থানায় জিডি করেছেন যার নং ১১৯২, তারিখ ৩০-১১-২০১৭। কোন স্বহৃদয় ব্যক্তি যদি আনন্দ অধিকারীর স্বন্ধান পান তবে ০১৭৩৯-৯৯১০৭৯ নং মোবাইলে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।