কেশবপুরে মা ও শিশুদের হেলথ ক্যাম্প উদ্বোধন

প্রকাশঃ ২০১৭-১০-৩০ - ২১:৫৩

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কর্মজীবী ল্যাকটেটিং মায়েদের সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় মা ও শিশুদের ২দিন ব্যাপী হেলথ ক্যাম্প ৩০ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। হেলথ ক্যাম্পে মা ও শিশুদের স্বাস্থ্য সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন এবং ডাঃ রিপন রায়।