কেশবপুর (যশোর) প্রতিনিধি : জাগরণী চক্র ফাউন্ডেশন কেশবপুরে শাখার উদ্যোগে বুধবার সকালে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশনের এলাকা ব্যবস্থাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও শাখা ব্যবস্থাপক সৈয়দ উজির আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে জাগরণী চক্র ফাউন্ডেশনের সদস্য পরিবারের মেধাবী ৩২ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৬০ হাজার টাকার শিক্ষা বৃত্তি বিতরণ করেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক আনিসুর রহমান, জাগরণী চক্র ফাউন্ডেশনের হিসাবরক্ষক মফিজুর রহমান, মেধাবী শিক্ষার্থী রাবেয়া সুলতানা, নাইম আশরাফ, মাসুদুজ্জামান, আফরোজা খাতুন, জুই চক্রবর্তী প্রমুখ। এছাড়াও জাগরণী চক্র ফাউন্ডেশন কেশবপুরে শাখার উদ্যোগে ১৩০ জন এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ১ লাখ ৮৫ হাজার ৩ শত টাকা বিতরণ করা হয়েছে।