কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা পরিষদের বাস্তবায়নে যুব ও ক্রীড়া উন্নয়ন বিষয়ক কমিটির আয়োজনে এবং জাইকার অর্থায়নে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুব মহিলাদের হস্তশিল্প (পুথির কাজ) বিষয়ে ৫দিন বাপী প্রশিক্ষণ বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা। আরো বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও স্থানীয় সরকার প্রতিনিধি দুলাল দেবনাথ।