এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর সদর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের দু’টি সংযোগ রাস্তা পাঁকাকরণের কাজ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রামচন্দ্রপুর দক্ষিনপাড়া জামে মসজিদ সংলগ্ন ইটের রাস্তা থেকে রেজাউলের বাড়ির সীমানা পর্যন্ত ২ শত ৬০ ফুট রাস্তা ৭৯ হাজার টাকা ব্যায়ে এবং রামচন্দ্রপুর গ্রামের জামাল উদ্দীন দফাদারের বাড়ির সামনে থেকে মসজিদ অভিমুখে ১৪৫ ফুট রাস্তা ৪০ হাজার টাকা ব্যায়ে ইট দ্বারা পাঁকাকরণের কাজ উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা। উদ্বোধন কালে ইউপি সদস্য কামাল হোসেন-সহ ঐ এলাকার গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।