এস আর সাঈদ, কেশবপুর, যশোরঃ যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভার ১ নং ওয়ার্ডে রেড জোনে লকডাউনে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পৌরসভার ১ নং ওয়ার্ডে রেড জোনে লকডাউনে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। খাদ্যসামগ্রী বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর যুবলীগ নেতা লিটন গাজী প্রমুখ। এব্যাপারে পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীনদের মাঝে পর্যাপ্ত খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে এবং আগামীতেও বিতরণ অব্যাহত থাকবে। পৌরবাসি ক্ষুধার তাড়নায় কেউ কষ্ট পাক আমি জিবিত থাকতে সেটা হবে না।
 
					 
                             
                             
                             
                             
                            