এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় পাবলিক ময়দানে ১ জানুয়ারি সকালে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, শিক্ষা অফিসার আকবর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শাহাজাহান আহম্মেদ, শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ইন্সিট্রেকটর মতিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু প্রমুখ। উল্লেখ্য উপজেলার ২৪ হাজার ১ শত ৭০ জন প্রাথমিক স্তরের শিক্ষার্থী ও ৩২ হাজার ১ শত ৪২ জন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। তিনি এই মঞ্চে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণ বাবদ অর্থ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ বিতরণ করেন। পরে তিনি স্থানীয় পাবলিক ময়দানে কেন্দ্রীয় শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।