কেশবপুরে শিশুদেরচিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশঃ ২০১৭-১১-১৭ - ২১:৩০

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ঐতিহাসিক দলিল হিসাবে স্বীকৃতি দেওয়ায়  কেশবপুরে শিশু একাডেমীর আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শিশু একাডেমীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে শিশু থেকে তৃতীয় শ্রেণী, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, শিক্ষক কনক দে, শিশু একাডেমীর প্রশিক্ষক উজ্জ্বল ব্যানার্জী ও অলোক বসু বাপী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিশু একাডেমীর ইকরামূল হোসেন।