কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে বুধবার বিকালে দুঃস্থ অসহায় ও শীতার্থ মানুষের মাঝে প্রত্যাশা নারী উন্নয়ন সংস্থা ৫ শত কম্বল বিতরণ করেছে। সংস্থার নির্বাহী পরিচালক রেশমা ইসলাম রেনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু ও কেশবপুর ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক স্বপন বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রত্যাশা নারী উন্নয়ন সংস্থার পৃষ্ঠপোষক নূরুল ইসলাম খোকন, ফারাজানা ইসলাম, সাংবাদিক জাকির হোসেন সবুজ প্রমুখ।