এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন অতিদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী প্রদানের জন্য উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক ও কেশবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ব্যক্তিগত ভাবে ৫০ হাজার টাকা প্রদান করেছেন। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের হাতে তাঁর দপ্তরে উক্ত ৫০ হাজার টাকা হস্তান্তর করেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক।