এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সিএইচসিপি এ্যাসোসিয়েশন কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয় করণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে ৩ দিনের অবস্থান কর্মবিরতি পালন ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে অবস্থান কর্মবিরতি পালনকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি নিশাত সুলতানা রোজি, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সদস্য রেশমা খাতুন, বাবুল বিশ্বাস, জাহিদুল ইসলাম, সম্পা দেবনাথ, গৌতম প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকুরী জাতীয় করণের দাবী জানান।