কেশবপুরে সুশীলন ও সিসিডিবির সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-১১-২৩ - ১৭:০৫

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সুশীলন ও সিসিডিবি কর্তৃক বাস্তবায়িত জলাবদ্ধতা প্রবণ এলাকার সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্থ ও নাজুক মানুষের জলাবদ্ধতা মোকাবেলার সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের উপজেলা পর্যায়ে সমাপনী সভা বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন, যুব উন্নয়ন অফিসার পুলক সিকদার, সহকারী কৃষি সম্পসারণ অফিসার আব্দুল মান্নান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন ও বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক বজলুর রহমান খান, সুশীলনের প্রকল্প সমন্বয়কারী সাহেদা খাতুন ডালিম, কনসান ওয়ার্ড ওয়াইডের প্রকল্প সমন্বয়কারী শাহানাজ পারভীন, সিসিডিবির প্রকল্প ম্যানেজার হারুন-অর-রসিদ, টেকনিক্যাল অফিসার কৃষিবিদ পার্থ প্রতিম সেন, উপকারভেগি আরিফুর রহমান, ফুলমতি দাস প্রমুখ