কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা দেউলী বাজারে এসিআই মটরস লিমিটেডের আয়োজনে সোনালিকা পার্টানার-ডে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার আবু আল ইমরান, টেরিটরি ম্যানেজার পিযুষ কুমার রায়, সার্ভিস ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ, কেশবপুর এসিআই ফাল্টিলাইজারের টেরিটরি অফিসার আল আমিন প্রমুখ। উল্লেখ্য সোনালীকা ট্রাক্টর দেশের নাম্বার ওয়ান ট্রাক্টর। যা নগদ ও সহজ কিস্তিতে পাওয়া যাচ্ছে। উপহার হিসাবে রয়েছে ৯ সেফ্টি ফ্রীজ।