কেশবপুরে স্বাস্থ্য সেবায় ডক্টরস চেম্বারের উদ্বোধন

প্রকাশঃ ২০২০-০৮-১৯ - ২৩:১৪

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ যশোরের কেশবপুর হাজী আব্দুল মোত্তালিব মহিলা কলেজের বিপরীতে ২য় তলায় বুধবার সকালে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য সেবায় ডক্টরস চেম্বারের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে বুধবার ও শুক্রবার ২দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এমবিবিএস ডায়াবেটিস ও এফসিপিএস মেডিসিন বিশেষজ্ঞ খুলনা মেডিকেল কলেজে কর্মরত কেশবপুরের কৃতি সন্তান ডাক্তার এস এম আবু জাহিদ-এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আকবর হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, সমাজসেবক রেজাউল ইসলাম, মোস্তফা কামাল হিরা প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ঈমাম শহিদুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে ডাক্তার এস এম আবু জাহিদ বলেন, গরীব-দুঃখিদের চিকিৎসা সেবা দেয়ার জন্য আমি কেশবপুরে ডক্টরস চেম্বার করেছি যা সপ্তাহে বুধবার ও শুক্রবার খোলা থাকবে। তিনি রোগীদের সিরিয়াল দেওয়ার জন্য ০১৮৩৮-৩৪৮৭৯৯ নং মোবাইলে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন।