এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোর-চুকনগর সড়কের কেশবপুরের মধ্যকুল এলাকার পেট্ট্রোল পাম্পের পাশে মঙ্গলবার বিকালে বাস ও ট্রাকের সড়ক দূর্ঘটনায় নারী পুরুষসহ ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে মনিরামপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা এলাকাবাসীদের সহায়তার আহতদের উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করেছেন। বাকীরা স্থানীয় চিকিৎসা নিয়েছে। এঘটনার পর থেকে ড্রাইভার পলাতক রয়েছেন।
জানা গেছে, যশোর থেকে ছেড়ে আসা একটি বাস (যার নং- যশোর ব- ০৫-০০২৬) সাতক্ষীরা যাওয়ার পথিমধ্যে কেশবপুরের মধ্যকুল এলাকার পেট্টোল পাম্পের পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসময় বাসের যাত্রী রেখা বেগম (৪০), আশরাফুল সরদার (৩২), শরিফুল দফাদার (২০), অঞ্জলি দাস (৫৫), উজ্জল দাস(২৮), নূর নাহার (৬৫), নিমাই অধিকারী ( ৫০), রশিদ সরদার (২৫), পারভিন বেগম (৪০), শাওন মোল্লা (২০)-সহ ২০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত রশিদ সরদার ও নিমাই অধিকারীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাস ড্রাইভারের অসাবধানতা ও বেপরোয়া গতির ফলে এই দূর্ঘটনা হয়েছে বলে একাধিক যাত্রীরা অভিযোগ করে বলেন। খবর পেয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন ও তদন্ত অফিসার শাহজাহান আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ শেখ আবু শাহীন বলেন, সড়ক দূর্ঘটনায় আহতদের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। আহতদের মধ্যে দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।