এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও শিশু একাডেমীর আয়োজনে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে হাম/নাত ও ক্বেরাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জিল্যুর রহমান, শিক্ষক আনিসুর রহমান প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ শরিফুল ইসলাম।