এস আর সাঈদ, কেশবপুর : যশোরের কেশবপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ জুয়াড়ীকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে কেশবপুর থানার এসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাগুরখালী বাজারে অভিযান চালিয়ে একটি চায়ের দোকান থেকে ১০ জুয়াড়ীকে আটক করে। আটকৃতরা হল বড়েঙ্গা গ্রামের মকছেদ আলীর পূত্র সিরাজুল ইসলাম (৪০), মোসলেম উদ্দীনের পূত্র রিপন হোসেন (২৮), মৃত শাহাজাহান আলীর পূত্র আলমগীর হোসেন (২৫), আবুল কাশেমের পূত্র জুয়েল রানা (২৭), সাজ্জাত আলীর পূত্র আলমগীর হোসেন (৩০), মাগুরখালী গ্রামের আব্দুল বারীর পূত্র ইউনুস আলী (৩০), আব্দুল মালেকের পূত্র নাজমূল হুদা (৩৫), মফিজুর রহমান (২৮), কন্দর্পপুর গ্রামের আমিন উদ্দীনের পূত্র আব্দুর রউফ (৪০) ও মুনছুর আলী গাজীর পূত্র ফারুক হোসেন (৩০)। তাদের নিকট থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ আটককৃতদের শুক্রবার জেল-হাজতে প্রেরণ করেছে।