এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে ১৫৮টি প্রাথমিক বিদ্যালয়ে মেরামত, রুম সজ্জিত ও প্রাক প্রাথমিকের জন্য ২ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।
কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, উপজেলার মোট ১৫৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিলিপ ফান্ডে ৮৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ পেয়েছে। এছাড়াও ৫৮টি বিদ্যালয়ের প্রতিটি বিদ্যালয়ে ২ লাখ টাকা করে সর্বমোট ১ কোটি ১৬ লাখ টাকা, ১০০ টি বিদ্যালয়ে রুটিন মেন্টেনেন্স বাবাদ প্রতি বিদ্যালয়ে ৪০ হাজার টাকা করে মোট ৪০ লাখ টাকা, ১৮টি বিদ্যালয়ে ওয়াস ব্লাক বাবদ প্রতি বিদ্যালয়ে ১০ হাজার টাকা করে ১ লাখ ৮০ হাজার টাকা, ১৫৮টি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য প্রতি বিদ্যালয়ে ১০ হাজার টাকা করে ১৫ লাখ ৮০ হাজার টাকা বরাদ্ধ পেয়েছে। ইতিমধ্যে বিদ্যালয় সমূহ বরাদ্দের অনুকুলে কাজ প্রায় সমাপ্তের পথে। কেশবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমোতারা জানান, আমার বিদ্যালয়ে শ্রেণীক্ষ সজ্জিতকরণ বাবাদ ১ লাখ ৩৮ হাজার টাকা বরাদ্দ পেয়েছি। যা বিদ্যালয়ের ম্যনিজিং কমিটির সদস্যদের সমন্বয়ে ম্যানুয়াল অনুযায়ী উপ-কমিটির মাধ্যমে ব্যায় করা হচ্ছে। এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু সাংবাদিকদের জানান, উপজেলার ১৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৬টি ক্লাস্টারে ৬ জন সহকারী শিক্ষা অফিসারের সার্বক্ষণিক তদারকির মাধ্যমে বরাদ্দকৃত টাকা ব্যায় করা হচ্ছে। উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার জানান, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার ব্যাপারে খুব আর্ন্তরিক। যার কারণে কেশবপুরে প্রাথমিক বিদ্যালয় সমূহের মেরামত, সজ্জিত ও প্রাক প্রাথমিকের জন্য ২ কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ প্রদান করেছে। যা ৬টি ক্লাস্টারে ৬ জন সহকারী শিক্ষা অফিসারের সার্বক্ষণিক তদারকির মাধ্যমে ব্যায় করা হচ্ছে।