এস আর সাঈদ, কেশবপুর, যশোরঃ যশোরের কেশবপুর উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচী ২০১৬-১৭ অর্থায়নে ৩৫০ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেনের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে স্কুল ড্রেস বিতরণ করেন মন্ত্রীপরিষদ বিভাগের উপ-সচিব রিয়াসাত আল ওয়াসিফ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আকবার আলী, সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবু প্রমুখ।
 
					 
                             
                             
                             
                             
                            