কেশবপুরে ৩ হাজার ছাত্র-ছাত্রীর মাঝে টিফিন বক্স বিতরণ  

প্রকাশঃ ২০১৭-১২-২৫ - ১২:৩০

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে বরাদ্দ অর্থের মাধ্যমে মজিদপুর ও সাগরদাঁড়ি ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স রবিার দুপুরে বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় বাগদাহ মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যায়ল মাঠে এবং চিংড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে  প্রধান অতিথি হিসাবে ৩ হাজার ছাত্র-ছাত্রীর মাঝে প্রধান অতিথি হিসাবে টিফিন বক্স বিতরণ করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক ও সোহরাব হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আকবর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ শাহাজাহান আহম্মেদ, সাগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, সহকারী শিক্ষা অফিসার সাঈদ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল খালেক, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ প্রমুখ।