এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দীন সরদার-সহ ৪ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ।
উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলমগীর হোসেন জানান , বৃহস্পবির নমুনা পরিক্ষার রিপোর্টে কেশবপুরে আরো ৪ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। আক্রান্তরা হলেন , কেশবপুর পৌরসভার ৩ নং ওয়াার্ড কাউন্সিলর সাবদিয়া গ্রামের জামাল উদ্দিন সরদার, ঐ গ্রামের যমুনা গ্রুপে চাকুরীজীবি সাকিবুল ইসলাম পৌর সভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা সবুর মাওলানা ও পাঁজিয়া পাথরঘাটা গ্রামের রাজু আহম্মেদ। তিনি আরো বলেন, আক্রান্ত সকলের বাড়ী লক ডাউন করা হয়েছে।
উল্লেখ্য এ নিয়ে কেশবপুরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩ জন। এর মধ্যে ১৪ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। আর বাকি ২৯ জনকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।