এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা না মানায় ৭ ব্যাবসায়ীর নিকট থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা না মানায় কেশবপুর শহরের গারমেন্টস ব্যাবসায়ী মধুসূদন সেনকে ৫ হাজার টাকা ও গারমেন্টস ব্যাবসায়ী ইদ্রিস হোসেনকে ১ হাজার টাকা, মঙ্গলকোটের মাহাবুর রহমানকে ২ হাজার টাকা, মনোহরী ব্যাবসায়ী শিমুল হাজরাকে ১ হাজার টাকা, হার্ডওয়ার ব্যাবসায়ী নজরুল ইসলামকে ১ হাজার টাকা, হার্ডওয়ার ব্যাবসায়ী প্রণব সরকারকে ৩ হাজার টাকা এবং গারমেন্টস ব্যাবসায়ী হুমায়ূন কবীরকে ১ হাজার টাকা জরিমানা করেন।