রাজীব চৌধুরী, কেশবপুরঃ কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম কিছুদিন পূর্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ্য ছিলেন। চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে শারীরিক ও মানসিকভাবে সুস্থ্য। কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাজীব চৌধুরী, সাংবাদিক আব্দুল হালিম,সাংবাদিক সেলিম রেজা,মাসুদসহ আরও অনেকে কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর শারীরিক অবস্থার খোঁজ নিতে তার নিজ বাসভবন চিংড়াতে যান। কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কেশবপুর নিউজ ক্লাবের সাংবাদিকদের সাথে শারীরিক অসুস্থ্য থাকাকালীন অবস্হার বর্ণনা দেন এবং তাকে দেখতে যাবার জন্য ধন্যবাদ জানান।