কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও জয়যাত্রা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি আব্দুল্যাহ আল মাহফুজের পিতা ভাল্যুকঘর আজিজিয়া ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই (৬০) মঙ্গলবার রাত ৯ টার দিকে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পূত্র, ১ কন্যা-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
বুধবার দুপুরে ভাল্যুকঘর আজিজিয়া ফাযিল মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে অত্যান্ত শোকাবাহ পরিবেশে ভাল্যুকঘর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
উক্ত নামাজে জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, অধ্যাপক মুক্তার আলী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুইট প্রমুখ।