কেশবপুর গ্যাস সিলিন্ডার লিকেজে অগ্নিকান্ড থেকে রক্ষা পেল ৭টি পরিবার

প্রকাশঃ ২০১৭-১১-১৪ - ২১:১১

কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ কবীর হোসেনের দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় গ্যাস সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেল ৭টি পরিবার।

জানাগেছে, জানা গেছে, মঙ্গলবার দুপুরে শহরের আলিয়া মাদ্রাসার সড়কের উত্তর পাশে গোলাম মোস্তফা মন্টুর বাড়িতে ভাড়াটিয়া সোহেল রানা শিমুলের স্ত্রী শামিমা ইয়াসমিন মুন্নি রান্না শেষে গ্যাসের চুলা বন্ধ করার সময় লিকেজ হওয়া গ্যাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ কবীর হোসেনের দ্রুত ঘটনাস্থলে পৌছে শামিমা ইয়াসমিনসহ তার দুই ছেলে মেয়েকে উদ্ধার করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। মনিরামপুর ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুণে আসবাব পত্রসহ বিভিন্ন মুল্যবান জিনিসপত্র পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোঃ কবীর হোসেন বলেন ঐ ভবনে ৭টি পরিবারের প্রায় ৩৫ জন মানুষ বসবাস করে। দ্রুত ব্যবস্থা গ্রহন করায় মানুষের কোন ক্ষতি হয়নি। তবে নিম্নমানের গ্যাস সিলিন্ডারের কারণে এমন সমস্যা হতে পারে বলে ফায়ার সার্ভিসের ধারণা।