এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর থানায় কর্মরত কনস্টেবল মশিউর রহমান চাকুরী হতে অবসর গ্রহণ করায় তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সকালে কেশবপুর থানায় অনুষ্ঠিত বিদায় সংবর্দনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন, এসআই পিন্টু লাল দাস, এসআই সুপ্রভাত মন্ডল, এসআই মিজানুর রহমান প্রমুখ। কনস্টেবল মশিউর রহমান তার চাকুরী জীবন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করায় থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীন কনস্টেবল মশিউর রহমানের দীর্ঘায়ু কামনা করেন।