কেশবপুর সদর ইউনিয়নে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

প্রকাশঃ ২০২০-০৮-২৫ - ২০:০১

এস আর সাঈদ, কেশবপুর, যশোরঃ কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মনিমোহনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহ-ভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সদস্য জাহাঙ্গীর হোসেন, প্রবীণ আওয়ামী লীগনেতা আলহাজ্ব আব্দুল করিম গাজী, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসান ও উপজেলা ছাত্রলীগের আহŸায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক। আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগনেতা নজরুল ইসলাম, বিক্রমাদিত্য, মিজানুর রহমান বাবু, সুজাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউপি সদস্য ওলিয়ার রহমান, যুবলীগনেতা লিটন হোসেন প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফছার উদ্দীন গাজী, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ফিরোজা আক্তার নাহিদ, সদর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামাল প্রমুখ।