কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন সিনিয়ন সহকারী সচিব পদে পদ্দোন্নতি লাভ করেছেন। গতকাল জনপ্রশাসন মন্ত্রানালয় থেকে এক পত্র মারফাত তাঁকে উক্ত পদোন্নতির বিষয়টা জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বিসিএস ক্যাডার মোঃ কবীর হোসেন গত ১৯-০১-২০১৭ তারিখে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি তাঁর কর্মদক্ষতায় উপজেলা ভূমি অফিসকে ডিজিটাল পদ্ধতিতে সজ্জিত করেন এবং সকল প্রকার অসঙ্গতি দূর করেন। তিনি সমগ্র অফিসটিকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসেন। তিনি কেশবপুরে জলাবদ্ধতা দূরীকরণে অগ্রনী ভূমিকা পালন করেন। তিনি বেশ কিছু বাল্যবিবাহ বন্ধ করেন। তাঁর নেতৃত্বে ভেজাল রিরোধি অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসনের সকল কার্যক্রমে তাঁর ছিল সক্রিয় অংশগ্রহণ। তিনি একজন সাংস্কৃতিমনা কর্মকর্তা। তিনি একজন দক্ষ অফিসার হিসাবে উপজেলা ব্যাপী সুনাম অর্জন করেছেন।
এদিকে গতকাল ১৯ ফেব্রুয়ারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেনকে জনপ্রশাসন মন্ত্রানালয় থেকে সিনিয়ন সহকারী সচিব পদে পদ্দোন্নতি প্রদান সংক্রান্ত পত্র প্রদান করা হয়।