ইউনিক প্রতিনিধি : খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১০নং আসনে উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেকসোনা কালাম লিলি ৭ হাজার ৩৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮ টা থেকে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন)-এর পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী জানান, খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১০নং আসনে কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফার মৃত্যুতে আসনটি শুন্য হয়। সেকারনে এ আসনে ১৩ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। ৩৭ টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬৫ হাজার ১৫০জন। এই ভোটারদের মধ্যে ৮ হাজার ১১৬ ভোটার এ সংরক্ষিত ১০নং আসনে তাদের ভোট প্রদান করেন। প্রাপ্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেকসোনা কালাম লিলি আনারস প্রতীকে ৭ হাজার ৩৫৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত প্রার্থী রোকেয়া ফারুক বই প্রতীকে ৭৬৩ ভোট পেয়েছেন। শনিবার সকাল ৮টায় ৩৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়। ভোটারদের উপস্থিতি কম থাকলেও আইন শৃংখলা রক্ষায় পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার ছিলো চোখে পড়ার মত। দুই প্লাটুন বিজিবি, র্যাবের দুটি টিম এবং ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক ভাবে নির্বাচনী এলাকায় মোবাইল টিম হিসেবে তদারকি করেছেন। এছাড়া নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে ৩৭ জন্য প্রিজাইডিং অফিসার, ১৮৯জন সহকারি প্রিজাইডিং এবং ৩৭৮জন পোলিং অফিসার তাদের দায়িত্ব পালন করেছেন। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। উল্লেখ্য, ২৯,৩০ ও ৩১ নং ওয়ার্ড নিয়ে সিটি কর্পোরেশনের ১০ নং সংরক্ষিত আসন। এ আসনে তিনটি ওয়ার্ডে ৬৫ হাজার ১৫০ জন ভোটার। ভোট চলাকালে আনারস প্রতীক প্রার্থীর সমর্থকদের পদচারণা থাকলেও বই প্রতীকের সমর্থকদের উপস্থিত ছিলো কম।