গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় থ্রি-হুইলার উল্টে মঈন মুন্সি (১৪) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝবাড়ী নামক স্থানে একটি মটর সাইকেলকে সাইট দিতে গিয়ে রাস্তার খাদে পড়ে যায় থ্রি-হুইলারটি। ফলে এর নিচে চাঁপা পড়ে ঘটানা স্থলেই মঈন উদ্দিন মারা যায়। নিহত যুবকের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামে। এ সময় চালক নিহতের চাচা আব্দুল খালেক মুন্সি (৩৫) আহত হয়। তাকে কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা করা হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাচা-ভাতিজা দু’জনে একটি হলুদ ভাংগা মেশিন নিয়ে গোপালগঞ্জ থেকে কোটালীপাড়ার দিকে আসার পথে মাঝবাড়িতে দুর্ঘটনায় পড়ে। নিহতের লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।